স্পাইসি প্রন কারি

প্রতিদিন একই ধরনের খাবার খেতে খেতে একঘেয়েমি চলে এসেছে স্বাদে? আজ রাতেই রান্না করে ফেলুন মজাদার স্পাইসি প্রন কারি! স্বাদে ভিন্নতা নিয়ে আসবে ঝাল এ আইটেমটি। জেনে নিন রেসিপি-   উপকরণ চিংড়ি- ২০০ গ্রাম শুকনা মরিচ- ৬/৭টি ধনে- ২ টেবিল চামচ নারিকেল- ১/২ কাপ মরিচ গুঁড়া- ১/৪ চা চামচ ধনে গুঁড়া- ১/৪ চা চামচ টমেটো- ৩টি পেঁয়াজ- ৩ কাপ ধনেপাতা- কয়েকটি আদা-রসুন বাটা- ১ টেবিল চামচ লবণ ও তেল- প্রয়োজন অনুযায়ী প্রস্তুত প্রণালী পাত্রে তেল দিয়ে চিংড়ি ভাজুন ৫ মিনিট। শুকনা মরিচ, ধনে, নারিকেল এবং পানি ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন। ৩টি টমেটো আলাদা করে ব্লেন্ড করুন। পাত্রে তেল দিয়ে পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া এবং টমেটো পেস্ট দিয়ে ভালো করে নাড়ুন। স্বাদ মতো লবণ দিন। ভাজা চিংড়ি ও মসলার মিশ্রণ দিয়ে দিন প্যানে। ১০ থেকে ১৫ মিনিট রান্না করুন চুলায়।  নামিয়ে ধনে পাতা কুচি ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন স্পাইসি প্রন কারি।

0 Comments

Follow Me On Instagram